কটিয়াদীতে জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় শ্লোগানে কটিয়াদী উপজেলা প্রসাশনের আয়োজনে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রবি ও সোমবার এই দুই দিন ব্যাপি এ মেলা চলবে। বিজ্ঞান মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ছাইদুল হক বিএসসি, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, পৌর জামায়াতে ইসলামীর আমীর আনিসুজ্জামান রুবেল প্রমুখ। এ মেলায় ১২টি স্টলে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাখ//এস