০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সুবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া আদায় নিয়ে যাত্রীবাহি বাসের চালকের দ্বন্দ্ব. কথা কাটাকাটির পর ওই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কাম্পাস।
সোমবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। উপজেলা প্রশাসন, পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবহন শ্রমিক নেতাদের হস্তক্ষেপে শেষে পরিস্থিতি শান্ত হয়। তবে দিনের মধ্যে ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। অন্যথায় ফের সড়ক অবরোধ কর্মসূচিতে যাবার ঘোষণা দিয়েছে তারা।
মারধরে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ ও প্রথম সেমিস্টারের ছাত্র নাহিয়ান আল নূর নামে শিক্ষার্থীর হাতে রক্তক্ষরণ হলে চারটি সেলাই দেয়া হয়েছে বলে সুবিপ্রবি সূত্র জানিয়েছে।
বাখ//এস