১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল শিক্ষককে পিটিয়ে জখম

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার  এক স্কুলশিক্ষক ও তার পরিবারের সদস্যদেরকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।  রবিবার রাতে উপজেলার  গোপীনাথপুর  ইউনিয়নের গোপীনাথপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষক  জসীম উদ্দিন পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার খরমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি কসবা উপজেলার গোপীনাথপুর  গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  স্কুল শিক্ষক জসিম উদ্দিনের কাছে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের কয়েকজন স্কুল ছাত্রী  প্রাইভেট পড়তে আসতো স্কুলছাত্রীদের কে রাস্তায় প্রায়ই উত্ত্যক্ত করত কসবা উপজেলার গোপীনাথপুর নতুন বাজার এলাকার রাকিব মিয়া (২৫) শাকিব মিয়া (২২) নাইম মিয়া (২২)নামে তিন জন যুবক। শিক্ষক জসীম  উদ্দিন ওই তিন যুবককে ইভটিজিং করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার রাতে তাদের বাড়ির পাশে রাস্তায় একা পেয়ে শিক্ষক জসীম উদ্দিনকে কুপিয়ে জখম করেন তারা। পরে স্কুল শিক্ষকের আহতের কথা শুনে তার বাবা এবং ভাই আসলে তাদেরকেও কুপিয়ে আহত  করেন।

স্থানীয়রা তাদের কে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে এসে ভর্তি করেন। শিক্ষকের পিতা মতিউর রহমানের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে  চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল  কলেজ হাসপাতালে  প্রেরণ করেন।

আহত শিক্ষক জসিম উদ্দিন বলেন, তার কাছে পাইভেট পড়ে আসা-যাওয়ার পথে  তিনজন যুবক প্রায়ই উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করায় তারা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। খবর শুনে তার বাবা ও ভাইয়েরা উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধোর করেছে। অভিযুক্তদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন লোক আহত হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
১১৯ জন দেখেছেন

কসবায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল শিক্ষককে পিটিয়ে জখম

আপডেট : ০১:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার  এক স্কুলশিক্ষক ও তার পরিবারের সদস্যদেরকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।  রবিবার রাতে উপজেলার  গোপীনাথপুর  ইউনিয়নের গোপীনাথপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষক  জসীম উদ্দিন পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার খরমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি কসবা উপজেলার গোপীনাথপুর  গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  স্কুল শিক্ষক জসিম উদ্দিনের কাছে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের কয়েকজন স্কুল ছাত্রী  প্রাইভেট পড়তে আসতো স্কুলছাত্রীদের কে রাস্তায় প্রায়ই উত্ত্যক্ত করত কসবা উপজেলার গোপীনাথপুর নতুন বাজার এলাকার রাকিব মিয়া (২৫) শাকিব মিয়া (২২) নাইম মিয়া (২২)নামে তিন জন যুবক। শিক্ষক জসীম  উদ্দিন ওই তিন যুবককে ইভটিজিং করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার রাতে তাদের বাড়ির পাশে রাস্তায় একা পেয়ে শিক্ষক জসীম উদ্দিনকে কুপিয়ে জখম করেন তারা। পরে স্কুল শিক্ষকের আহতের কথা শুনে তার বাবা এবং ভাই আসলে তাদেরকেও কুপিয়ে আহত  করেন।

স্থানীয়রা তাদের কে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে এসে ভর্তি করেন। শিক্ষকের পিতা মতিউর রহমানের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে  চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল  কলেজ হাসপাতালে  প্রেরণ করেন।

আহত শিক্ষক জসিম উদ্দিন বলেন, তার কাছে পাইভেট পড়ে আসা-যাওয়ার পথে  তিনজন যুবক প্রায়ই উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করায় তারা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। খবর শুনে তার বাবা ও ভাইয়েরা উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধোর করেছে। অভিযুক্তদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন লোক আহত হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাখ//আর