১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন রেলওয়ের রানিং স্টাফরা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দুইদিনের কর্মবিরতি শেষ হয়েছে। বুধবার রাতে রেল উপদেষ্টা ফাওজুল কবিরের বাসভবনে শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠকের পর তাদের দাবি আংশিক মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন রেল সচিব, রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা, শ্রমিক এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

বুধবার মধ্যরাতে রেল উপদেষ্টা ফাওজুল কবির খানের বাসভবনে বৈঠকে বসেন আন্দোলনরত রেল শ্রমিকদের প্রতিনিধিরা। রেল সচিব, উচ্চপদস্থ কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

দীর্ঘ আলোচনার পর রেল উপদেষ্টা জানান রানিং স্টাফদের দাবির অধিকাংশই মেনে নেয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘রেলের ওনাদের বিদ্যমান যেসব সুবিধা আছে সেগুলো সব বহাল থাকবে। আগে থেকে যেগুলো চলে আসছিল সেগুলোতে কোনো পরিবর্তন হবে না।’

রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান রেলের সব স্টাফদের কাজে যোগ দেয়ার আহবান জানান। পাশাপাশি যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘জনসাধারণ ও যাত্রীদের যে দুর্ভোগ হয়েছে আমরা সেটা কখনোই করতে চাই নি। আমরা বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলাম। আমরা এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করছি। এখন থেকে আমি আমাদের স্টাফ ভাইদের বলব তারা যেন তাদের কর্মে ফিরে যায়।’

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন, আনুতোষিক-সুযোগ-সুবিধা দেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রেলের রানিং স্টাফরা।

এর আগেও এ নিয়ে কয়েক দফা কর্মসূচি পালন করেন তারা। সবশেষ ২৮ জানুয়ারি সকাল থেকে কর্মচারীরা কর্মবিরতি শুরু করলে দেশজুড়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১০:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
৯২ জন দেখেছেন

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন রেলওয়ের রানিং স্টাফরা

আপডেট : ১০:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দুইদিনের কর্মবিরতি শেষ হয়েছে। বুধবার রাতে রেল উপদেষ্টা ফাওজুল কবিরের বাসভবনে শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠকের পর তাদের দাবি আংশিক মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন রেল সচিব, রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা, শ্রমিক এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

বুধবার মধ্যরাতে রেল উপদেষ্টা ফাওজুল কবির খানের বাসভবনে বৈঠকে বসেন আন্দোলনরত রেল শ্রমিকদের প্রতিনিধিরা। রেল সচিব, উচ্চপদস্থ কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

দীর্ঘ আলোচনার পর রেল উপদেষ্টা জানান রানিং স্টাফদের দাবির অধিকাংশই মেনে নেয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘রেলের ওনাদের বিদ্যমান যেসব সুবিধা আছে সেগুলো সব বহাল থাকবে। আগে থেকে যেগুলো চলে আসছিল সেগুলোতে কোনো পরিবর্তন হবে না।’

রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান রেলের সব স্টাফদের কাজে যোগ দেয়ার আহবান জানান। পাশাপাশি যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘জনসাধারণ ও যাত্রীদের যে দুর্ভোগ হয়েছে আমরা সেটা কখনোই করতে চাই নি। আমরা বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলাম। আমরা এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করছি। এখন থেকে আমি আমাদের স্টাফ ভাইদের বলব তারা যেন তাদের কর্মে ফিরে যায়।’

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন, আনুতোষিক-সুযোগ-সুবিধা দেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রেলের রানিং স্টাফরা।

এর আগেও এ নিয়ে কয়েক দফা কর্মসূচি পালন করেন তারা। সবশেষ ২৮ জানুয়ারি সকাল থেকে কর্মচারীরা কর্মবিরতি শুরু করলে দেশজুড়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা।