০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
কলাপাড়ার অর্ধশতির দুস্থ অসহায় ও জেলে পরিবারের মাঝে কম্বল বিতরণ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামে অর্ধশতাধিক দুস্থ, অসহায় ও জেলে পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শেষ বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কলাপাড়া-পটুয়াখা লী, সহযোগিতায় বেসরকারী উন্নয়ন স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজন এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প অফিসার মোকছেদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব দুস্থদের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ উদ্দিন বিপু, সাংবাদিক পারভেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুর আলম বলেন, এই শীতে কোন মানুষ যাতে কষ্ট না পায় এজন্য আমরা উপকূলীয় এলাকায় ঘুরে ঘুরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করি। আমাদের এই সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
বাখ//এস