কসবায় নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুন্যের উৎসব-২০২৫ নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কর্মশালা, পিঠা উৎসব ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার। তারুন্যের ভাবনা নিয়ে বক্তব্য রাখেন কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সারোয়ার আলম মিতু, খেওরা আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া আক্তার, কসবা তফজ্জল আলী কলেজের শিক্ষার্থী আবুল কাশেম ও কসবা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী আনিছা তাছনিম হানি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজেরা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান ভূইয়া, ওসি (তদন্ত) রিপন দাস, কসবা পৌর বিএনপি’র সভাপতি মোঃ শরিফুল ইসলাম ভূইয়া, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা জামায়েত ইসলামির সাধারণ সম্পাদক পীরজাদা হযরত মাওঃ শিবলী নোমানী, সাংবাদিক মোঃ আবুল খায়ের স্বপন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোঃ আমিনুল ইসলাম ও এইচ এম হাসান মাহমুদ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল হান্নান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সাংবাদিক নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাখ//এস