শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বি.এম.টি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ শুভ উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জাঁকজমকপুর্ন আয়োজনের মধ্যে বেলুন, পায়রা উড়িয়ে ও মশাল উড়িয়ে এ খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ , চিকিঃসক ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত।
পরে স্কুল চত্বরে তিনি এক আলোচনা সভায় বলেন, তোমাদের এই হাস্যজ্জল উপস্থিতি দেখে আজ আমার মায়ের কথা মনে পড়ছে । আমার মা ডাঃ তাছমিনা মতিন এই রকম স্কুলে পড়েই ডাক্তার হয়েছিল তিনি লন্ডনে ও বাংলাদেশেও ডাক্তারী করেছিলেন। তিনি ছিলেন গরীবদের ডাক্তার। তার কাছ থেকে ন্যায় ও নীতি আদর্শ শিখেছি।
তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, বাংলাদেশে যে দুঃশাসন চলেছিল সেই দুঃশাসন তোমরাই ভেঙ্গেছো,যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির অন্যতম নেতা আল মামুন উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার ,পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী শাকিক, সহকারী প্রধান শিক্ষক দুলাল কুমার ঘোষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মশিউর রহমান । বার্ষিক খেলায় মোট ৫০ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাখ//আর