০৮:৪২ অপরাহ্ন, রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় ভাইয়ের সম্পত্তি লিখে নিয়ে বিতাড়িত করেছে বোন ভগ্নিপতি

রাফিউল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় চিরকুমার এক ভাইয়ের ৪৬ শতক জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার পাশাপাশি নগদ ৪লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারই আপন বোন-ভগ্নিপতি। সহায়-সম্বলহারা সলোমোন সরকার তার সম্পত্তি ও নগদ টাকা ফিরে পেতে বিচারের আশায় দ্বারে-দ্বারে ঘুরছেন।

প্রতারণার শিকার সলোমোন সরকারের এখন দিন কাটছে অর্ধাহে-অনাহারে। সম্পত্তি ও নগদ টাকা হাতছাড়া হওয়ায় সলোমোন সরকারের বৈমাত্রীয় ভাই বোন ও তাদের সন্তানেরাও স্বার্থের টানাপোড়ানে এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। উভয় সংকটে পড়েছেন সলোমোন। এ অবস্থায় সদয় হয়ে প্রতিবেশীরা যে যতটুকু খাবার দিচ্ছেন তাতেই মিটছে তার যঠরজ্বালা। প্রতারণা, চরম অমানবিকতা ও নিষ্ঠুরতার এই ঘটনাটি ঘটেছে, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া খ্রিস্টান মিশন পল্লীতে।

ঘটনাটি জানাজানির পর শিমুলিয়া মিশনপল্লী ও পার্শ্ববর্তী বোদখানা খ্রিস্টান কমিউনিটিসহ মুসলিম সম্প্রদায়ের মধ্যেও তীব্র ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত (২১জানুয়ারি) প্রতারক বোন ও ভাগ্নেসহ ৪জনের নাম উল্লেখ করে সলোমোন সরকার বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। ঝিকরগাছা থানায় করা ওই লিখিত অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে অনুসন্ধানে গেলে অভিযোগের সত্যতা বেরিয়ে পড়ে। অভিযোগসূত্রে জানা গেছে, শিমুলিয়া মিশনের ১নং কলোনির বাসিন্দা মৃত: রুবেল সরকারের ছেলে সলোমোন সরকার একজন চিরকুমার। তিনি দীর্ঘদিন ধরে একাকীত্ব বসবাস করে আসছিলেন। গত

বছরদেড়েক আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৈমাত্রিয় ভাই জোহন সরকার (৬০)ও ভোষন সরকার (৫০) তাকে চিকিৎসা করানোর চেষ্টা করেন। কিন্তু তারা বৈমাত্রিয় ভাই হওয়ায় সলোমোন সরকার তাদেরপ্রতি আস্থা রাখতে পারছিলেন না।

এঅবস্থায়, তার আপন বোন বোদখানা গ্রামের সুশীল বিশ্বাসের স্ত্রী সূর্যমনি বিশ্বাস তাকে চিকিৎসা করানোর কথা বলে প্রথমে বাড়ি নিয়ে যান। কিছুদিনপর চিকিৎসার কথা বলে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে শিমুলিয়া মৌজার ৪৬শতক জমি ভাগ্নে লিটু বিশ্বাসের নামে রেজিস্ট্রি করে নেন। তাকে যাবতীয় ভরণপোষণের আশ্বাস দিয়ে তার কাছে থাকা ৪লাখ নগদ টাকা হাতিয়ে নেন। নগদ চার লাখ টাকা কোথায় পেলেন এমন প্রশ্নের জবাবে সলোমোন সরকার দাবি করেন, চিরকুমার হওয়ায় তেমন কোন সংসার খরচ ছিল না। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা আরআরএফ থেকে ঋণ গ্রহণ, ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত ভাতা, মিশন প্রধানের কাছ থেকে বিভিন্ন সময়ে পাওয়া অনুদানসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্য সহযোগিতায় তিলে-তিলে অনেক কষ্টের তিনি এই টাকা সঞ্চয় করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে শিমুলিয়া মিশনের বাসিন্দা সলোমোন সরকারের বৈমাত্রীয় ভাই জোহন সরকার, ভোষন সরকার, ভোষণের স্ত্রী শিউলি সরকার, ছোট মন চাঁনমনি সরকার, ১নংকলোনির মোড়ল আত্তিল বিশ্বাস প্রতারণার বিষয়টি স্বীকার করে বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জমি লিখে নেওয়ার পাশাপাশি নগদ টাকা আত্মসাৎ করেছেন তার বোন সূর্যমনি বিশ্বাস, তার স্বামী সুশীল বিশ্বাস,ভাগ্নে লিটু বিশ্বাস ও আশা বিশ্বাস। অভিযোগের সত্যতা জানতে বোদখানা গ্রামের মিশনপল্লীর বাসিন্দা অভিযুক্ত সূর্যমনি বিশ্বাস ও তার স্বামী সুশীল বিশ্বাসের সাথে দেখা করতে বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে তাদের প্রতিবেশীর কাছ থেকে নেওয়া মোবাইল 01988-164206 নম্বরে সূর্যমনি বিশ্বাসের স্বামী সুশীল বিশ্বাস দাবিকরেন জমি বিক্রির ৫লাখ ৮হাজার ও কাছে থাকা নগদটাকা তার চিকিৎসা বাবদ খরচ করা হয়েছে।

তাদের এই দাবিটি ভিত্তিহীন ও অবিশ্বাস্য বলেন উড়িয়ে দিয়েছেন খ্রিস্টান মিশন ও কমিউনিটি প্রধানসহ এলাকাবাসী। এ ব্যাপারে ঝিকরগাছা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) আবু সাঈদের কাছে জানতে চাওয়া হলে বাদীর লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি স্থানীয়ভাবে আপোষ- মীমাংসার অনুরোধ জানিয়ে সময় চাওয়া হয়েছে। শান্তিপূর্ণ আপোষ মীমাংসা না হলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাখ//আর

 

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
১২০ জন দেখেছেন

ঝিকরগাছায় ভাইয়ের সম্পত্তি লিখে নিয়ে বিতাড়িত করেছে বোন ভগ্নিপতি

আপডেট : ০৩:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

যশোরের ঝিকরগাছায় চিরকুমার এক ভাইয়ের ৪৬ শতক জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার পাশাপাশি নগদ ৪লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারই আপন বোন-ভগ্নিপতি। সহায়-সম্বলহারা সলোমোন সরকার তার সম্পত্তি ও নগদ টাকা ফিরে পেতে বিচারের আশায় দ্বারে-দ্বারে ঘুরছেন।

প্রতারণার শিকার সলোমোন সরকারের এখন দিন কাটছে অর্ধাহে-অনাহারে। সম্পত্তি ও নগদ টাকা হাতছাড়া হওয়ায় সলোমোন সরকারের বৈমাত্রীয় ভাই বোন ও তাদের সন্তানেরাও স্বার্থের টানাপোড়ানে এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। উভয় সংকটে পড়েছেন সলোমোন। এ অবস্থায় সদয় হয়ে প্রতিবেশীরা যে যতটুকু খাবার দিচ্ছেন তাতেই মিটছে তার যঠরজ্বালা। প্রতারণা, চরম অমানবিকতা ও নিষ্ঠুরতার এই ঘটনাটি ঘটেছে, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া খ্রিস্টান মিশন পল্লীতে।

ঘটনাটি জানাজানির পর শিমুলিয়া মিশনপল্লী ও পার্শ্ববর্তী বোদখানা খ্রিস্টান কমিউনিটিসহ মুসলিম সম্প্রদায়ের মধ্যেও তীব্র ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত (২১জানুয়ারি) প্রতারক বোন ও ভাগ্নেসহ ৪জনের নাম উল্লেখ করে সলোমোন সরকার বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। ঝিকরগাছা থানায় করা ওই লিখিত অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে অনুসন্ধানে গেলে অভিযোগের সত্যতা বেরিয়ে পড়ে। অভিযোগসূত্রে জানা গেছে, শিমুলিয়া মিশনের ১নং কলোনির বাসিন্দা মৃত: রুবেল সরকারের ছেলে সলোমোন সরকার একজন চিরকুমার। তিনি দীর্ঘদিন ধরে একাকীত্ব বসবাস করে আসছিলেন। গত

বছরদেড়েক আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৈমাত্রিয় ভাই জোহন সরকার (৬০)ও ভোষন সরকার (৫০) তাকে চিকিৎসা করানোর চেষ্টা করেন। কিন্তু তারা বৈমাত্রিয় ভাই হওয়ায় সলোমোন সরকার তাদেরপ্রতি আস্থা রাখতে পারছিলেন না।

এঅবস্থায়, তার আপন বোন বোদখানা গ্রামের সুশীল বিশ্বাসের স্ত্রী সূর্যমনি বিশ্বাস তাকে চিকিৎসা করানোর কথা বলে প্রথমে বাড়ি নিয়ে যান। কিছুদিনপর চিকিৎসার কথা বলে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে শিমুলিয়া মৌজার ৪৬শতক জমি ভাগ্নে লিটু বিশ্বাসের নামে রেজিস্ট্রি করে নেন। তাকে যাবতীয় ভরণপোষণের আশ্বাস দিয়ে তার কাছে থাকা ৪লাখ নগদ টাকা হাতিয়ে নেন। নগদ চার লাখ টাকা কোথায় পেলেন এমন প্রশ্নের জবাবে সলোমোন সরকার দাবি করেন, চিরকুমার হওয়ায় তেমন কোন সংসার খরচ ছিল না। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা আরআরএফ থেকে ঋণ গ্রহণ, ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত ভাতা, মিশন প্রধানের কাছ থেকে বিভিন্ন সময়ে পাওয়া অনুদানসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্য সহযোগিতায় তিলে-তিলে অনেক কষ্টের তিনি এই টাকা সঞ্চয় করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে শিমুলিয়া মিশনের বাসিন্দা সলোমোন সরকারের বৈমাত্রীয় ভাই জোহন সরকার, ভোষন সরকার, ভোষণের স্ত্রী শিউলি সরকার, ছোট মন চাঁনমনি সরকার, ১নংকলোনির মোড়ল আত্তিল বিশ্বাস প্রতারণার বিষয়টি স্বীকার করে বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জমি লিখে নেওয়ার পাশাপাশি নগদ টাকা আত্মসাৎ করেছেন তার বোন সূর্যমনি বিশ্বাস, তার স্বামী সুশীল বিশ্বাস,ভাগ্নে লিটু বিশ্বাস ও আশা বিশ্বাস। অভিযোগের সত্যতা জানতে বোদখানা গ্রামের মিশনপল্লীর বাসিন্দা অভিযুক্ত সূর্যমনি বিশ্বাস ও তার স্বামী সুশীল বিশ্বাসের সাথে দেখা করতে বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে তাদের প্রতিবেশীর কাছ থেকে নেওয়া মোবাইল 01988-164206 নম্বরে সূর্যমনি বিশ্বাসের স্বামী সুশীল বিশ্বাস দাবিকরেন জমি বিক্রির ৫লাখ ৮হাজার ও কাছে থাকা নগদটাকা তার চিকিৎসা বাবদ খরচ করা হয়েছে।

তাদের এই দাবিটি ভিত্তিহীন ও অবিশ্বাস্য বলেন উড়িয়ে দিয়েছেন খ্রিস্টান মিশন ও কমিউনিটি প্রধানসহ এলাকাবাসী। এ ব্যাপারে ঝিকরগাছা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) আবু সাঈদের কাছে জানতে চাওয়া হলে বাদীর লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি স্থানীয়ভাবে আপোষ- মীমাংসার অনুরোধ জানিয়ে সময় চাওয়া হয়েছে। শান্তিপূর্ণ আপোষ মীমাংসা না হলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাখ//আর