মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২ দিন ব্যপি বার্ষিক ক্রীড়া, প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫’র ২য় দিন ৩০ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার বিপিএম মিনা মাহমুদা ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর কবিরকে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, গন্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ।দিনটি ছিল তারুণ্যের উচ্ছ্বাসে উদ্দীপ্ত। সঞ্চালক ছিলেন স্কুলের শিক্ষক শাহ্ নেওয়াজ সেতু ও সিনিয়র ইংরেজি শিক্ষক শ্রী ইন্দ্রনীল।
বাখ//এস