০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
উজিরপুর শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরন

তারুন্যের উৎসব- ২০২৫ উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন করা হয়েছে।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার ২ দিন ব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সেলিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খাঁন, সদস্য সচিব মোঃ রোকুনুজ্জামান টুলু।
সহকারী শিক্ষক মোঃ রাসেল আহমেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, পৌর জামায়েত ইসলামের আমীর আল-আমিন সরদার, সাবেক আমির আফতাব হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বাখ//এস