শ্রীপুরের আমতৈল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল ” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে “শিক্ষার পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই” মূলমন্ত্রকে ধারণ করে শীতের বিদায়লগ্নে, ঋতুরাজ বসন্তের আগমনে শিশির সিক্ত নিশ্চল প্রকৃতিতে তারুণ্যদীপ্ত আভাময় করতে কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রেরণায় ৩০ জানুয়ারি বৃহস্পতিবার মাগুরা জেলাধীন শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী আমতৈল মাধ্যমিক ও আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ অংশগ্রহনে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল অতিথিবৃন্দে আসন গ্রহন, ব্যাজ ধারণ, পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীতের তালেতালে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়াবিদদের চলন্ত অভিবাদন, প্রদীপ প্রজ্জলন, অলিম্পিক মশালসহ মাঠ প্রদক্ষিণ, ক্রীড়া শপথ, প্রধান শিক্ষকের স্বাগত ভাষণ, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দের ভাষণ ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা, ডিসপ্লে প্রদর্শন এবং ক্রীড়া বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ।
ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীরা ৩৩ টি ইভেন্টে অংশগ্রহণ করে এবং ক্রীড়া প্রতিযোগিতার মাঝে মাঝে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ও যুগ্ম সচিব এবং অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মোল্লা মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভউদ্বোধন ঘোষণা করেন।
আমতৈল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুন্সী মোখলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মাহবুবুল হক, উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদসহ আরোও অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোল্যা ফয়জুর রহমান লাভু।
আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষক, অভিভাবক, প্রাক্তণ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতিতে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শতভাগ পূর্ণতা অর্জন করেছিল। এছাড়াও কোমলমতি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন কুজকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া অনুষ্ঠানটি সুন্দরভাবে উপভোগ করতে পেরে অভিভাবক, শিশু-কিশোর, নারী-পুরুষ সকলেই ভীষনভাবে খুশী হয়েছেন। তবে, উপজেলার মধ্যে যতগুলি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে সেরা অনুষ্ঠান উদযাপিত হয়েছে এই প্রতিষ্ঠানে।
বাখ//এস