আ.লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি ছাত্র অধিকার পরিষদের

ফ্যাসিবাদ নির্মূল কমিটি গঠন করে পড়া মহল্লায় ও বিভিন্ন অফিসে বসে থাকা আওয়ামী দোসরদের বিচারের আওতায় দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও সংগঠনটির। একই দাবি নিয়ে ৬ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচির ঘোষণা ছাত্র অধিকার পরিষদ।
আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘জুলাই-আগস্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে জাতীয় ছাত্র পরিষদ ও সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। ছাত্রলীগ-আওয়ামী লীগ আড়াল থেকে গুজব ছড়াচ্ছে, অথচ সরকার তাদের দমন করতে ব্যর্থ।’
শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে, সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে বলেই ছাত্রলীগ-আওয়ামী লীগ আড়াল থেকে ইন্ধন দেয়ার চেষ্টা করছে বলে দাবি সংগঠনটির।