০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
চৌহালীতে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো.জুয়েল মিয়া এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান কবির, উপজেলা একাডেমি সুপারভাইজার খালিদ মাহমুদ, আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল, কেআর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফী উদ্দিন তাজ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বাখ//এস