জানুয়ারিতে ২৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে: এমএসএফ

২০২৫ সালের জানুয়ারি মাসে ২৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে। যা ২০২৪ সালের ডিসেম্বর মাসের তুলনায় ৩০টি বেশি। গত জানুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ৪২টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৫টি, ধর্ষণ ও হত্যা ২টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।
মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন জানুয়ারি, ২০২৫’ এ তথ্য তুলে ধরা হয়েছে। গত ৩১ জানুয়ারি এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় এমএসএফ। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এর পক্ষ থেকে প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারি মাসে ধর্ষণের শিকার ৪২ জনের মধ্যে ৯ জন শিশু, ৯ জন কিশোরী রয়েছে, অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৩ জন কিশোরী ও ১২ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ১ জন কিশোরী ও ১ জন নারী। ধর্ষণের চেষ্টা ১৬টি, যৌন হয়রানি ১৯টি, শারীরিক নির্যাতনের ৩৭টি ঘটনা ঘটেছে। এসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছেন ১ জন নারী।
এছাড়া গতমাসে ১ জন শিশু, ২২ জন কিশোরী ও ২৩ জন নারীসহ মোট ৪৬ জন আত্মহত্যা করেছেন। গতমাসে অপহরণের শিকার হয়েছেন ১ জন শিশু, ৩ জন কিশোরী ও ৪ জন নারী। অপরদিকে ৫ জন শিশু, ৩ জন কিশোরী ও ৩ জন নারী নিখোঁজ রয়েছেন। এছাড়া জানুয়ারি মাসে ২ জন শিশু, ২ জন কিশোরী ও ৪ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৬২ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ৩৩ জন শিশু ও কিশোরী রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, পারিবারিক বিরোধ, যৌতুক, প্রেমঘটিত, হতাশা, পরীক্ষায় অকৃতকার্য হওয়া ও অভিমান ইত্যাদি কারণে এ হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা সংঘটিত হয়েছে। গতমাসে ২টি শিশু ধর্ষণের চেষ্টার ঘটনা সমাজপতিরা আপস করেছেন, যা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত ছিল।