তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা যৌক্তিক না: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে না, সময় বেধে দিয়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা যৌক্তিক না। আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর এনএসই সভাকক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এছাড়া তিতুমীরসহ সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকার গঠিত কমিটি কাজ করছে বলেও জানান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে অনুমোদিত প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির মুখে অযৌক্তিকভাবে একটা বিশ্ববিদ্যালয় করলে সেটার ভার পরবর্তী সরকারকে বহন করতে হবে। তাই এমন সিদ্ধান্ত নিতে পারবে না বর্তমান অন্তর্বর্তী সরকার।
তিনি বলেন, ‘তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই। এ মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে আমি মনে করি। কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ।’
শিক্ষা উপদেষ্টা জানান, তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়। তারা জনদুর্ভোগ চায় না। এ সময় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি।
সাত কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে এ সময় ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না। তাই ৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে। তবে দাবি বাস্তবায়নে সময় বেঁধে দেয়া কাঙ্খিত নয়।’
এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এই সভা। সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। রোববারের এই সভায় ১২ হাজার ৫৩২ কোটি ২৮ লাখ টাকা ব্যয় ১৩ টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।