০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
নিবন্ধন পেল বিডিপি, মার্কা ফুলকপি

নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। রোববার নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
নতুন নিবন্ধন পাওয়া দলটির প্রতীক ফুলকপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর- ৬৪৩১/২০২৩ এর বিগত ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১৯৭২–এর বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। দলটির জন্য ফুলকপি প্রতীক সংরক্ষণ করা হয়েছে।
নতুন দলটি নিবন্ধন পাওয়ায় দেশে এ নিয়ে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হলো ৫৪।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রধান কার্যালয় পুরানা পল্টনের রিসোর্সফুল পল্টন সিটিতে।