১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে দুই আওয়ামী লীগ নেতা আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মারপিটের মামলায়, এলুয়াড়ী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ (৩৭) এবং সাংগঠনিক সম্পাদক মোহাব্বত হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার রাত ৮ টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত এরশাদ উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তশিবপুর গ্রামের মৃত: আব্দুল হামিদ চৌধুরীর ছেলে, তিনি ওই ইউনিয়নের  ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপর ব্যক্তি মোহাব্বত হোসেন একই ইউনিয়নের বড়গাছা গ্রামের মৃত: আবুল হোসেন এর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তথ্য নিশ্চিত করেছেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে,  গত ২০২৪ সনের ২১ অক্টোবর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলা চালানো হয়। ঘটনায় পরেরদিন স্বেচ্ছাসেবক দল নেতার বাবা রুহুল আমিন বাদী হয়ে হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক রতনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার মামলায় তদন্তপ্রাপ্ত আসামী হিসেবে দুই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:৫১:৩০ অপরাহ্ন, রোববার, ২ ফেব্রুয়ারী ২০২৫
১৮০ জন দেখেছেন

ফুলবাড়ীতে দুই আওয়ামী লীগ নেতা আটক

আপডেট : ০৮:৫১:৩০ অপরাহ্ন, রোববার, ২ ফেব্রুয়ারী ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে মারপিটের মামলায়, এলুয়াড়ী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ (৩৭) এবং সাংগঠনিক সম্পাদক মোহাব্বত হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার রাত ৮ টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত এরশাদ উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তশিবপুর গ্রামের মৃত: আব্দুল হামিদ চৌধুরীর ছেলে, তিনি ওই ইউনিয়নের  ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপর ব্যক্তি মোহাব্বত হোসেন একই ইউনিয়নের বড়গাছা গ্রামের মৃত: আবুল হোসেন এর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তথ্য নিশ্চিত করেছেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে,  গত ২০২৪ সনের ২১ অক্টোবর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলা চালানো হয়। ঘটনায় পরেরদিন স্বেচ্ছাসেবক দল নেতার বাবা রুহুল আমিন বাদী হয়ে হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক রতনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার মামলায় তদন্তপ্রাপ্ত আসামী হিসেবে দুই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

বাখ//এস