বানারীপাড়ায় সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের ভগ্নিপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন ঢালীর ইন্তেকাল

বরিশালের বানারীপাড়া পৌর শহরের উত্তরপাড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলার মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মো. আবুল হোসেন ঢালী (৬৮) শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে কিডনি রোগে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আবুল হোসেন ঢালী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি ও বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমনের চাচাতো ভগ্নিপতি এবং ঢাকার বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মো.নাজমুল ইসলামের শ্বশুর।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাখ//এস