অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে সবরকম জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ ঘোষণা

সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নে বাঘাবাড়ি অফিসে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, সিরাজগঞ্জ জেলা পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, বাঘাবাড়ি ঘাট পাম্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ ট্যাংক লরি সমবায় সমিতির নেতৃবৃন্দ এ বৈঠক করে এ বন্ধের ঘোষণা দেন।
এ সময় মালিক সমিতির নেতারা বলেন, গত ২৯ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ কোনো নোটিশ ছাড়াই বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করে অবৈধ ঘোষণা করে মাইকিং করে। বিষয়টি নিয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ফয়সালা করলেও নতুন করে উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি পেট্রোল পাম্প ভেঙ্গে দেওয়া হয়েছে।
অথচ সড়ক ও জনপথ বিভাগের কাছে থেকে বৈধ ভাবে লিজ নিয়ে ব্যবসা করে আসছে সবাই। বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের কিছু কর্মকর্তা লিজের পরিবর্তে ঐ জায়গা কিনে নিতে বলছে। তেল ব্যবসায়ীরা জায়গা কিনে নিতে রাজি হলেও সড়ক ও জনপথ বিভাগের কর্কর্তারা জায়গা লিখে দিবে না বলে জানান। এই নিয়ে মতপার্থক্যের কারণে সড়ক ও জনপথ সম্পূর্ণ স্বেচ্ছাচারী ভাবে এ উচ্ছেদ অভিযান চালাচ্ছে।
অথচ এ নিয়ে হাইকোর্ট মামলাও চলমান রয়েছে। স্বেচ্ছাচারী ভাবে সড়ক ও জনপথ বিভাগের এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আগামীকাল বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরাঞ্চলের সকল প্রকার তেল উত্তোলন ও বিপণন বন্ধ ঘোষণা করেন বাঘাবাড়ি নিয়ন্ত্রণাধীন সকল পাম্প সমবায়ী মালিক সমিতির পক্ষে উত্তরবঙ্গ ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির উপদেষ্টা আলহাজ্ব ওয়জুল হক, সিরাজগঞ্জ জেলা পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
বাখ//এস