০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
অষ্টগ্রামে তালা কেটে বিদ্যালয়ে চুরি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম সদরে একটি বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে ভিতরে ঢুকে আবার স্টোর রুমের তালা ভেঙ্গে বিদ্যালয়ের
পিতলের একটি ঘন্টা, একটি গ্যাসের চুলা ও গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) গভীর রাতে অষ্টগ্রাম সদরে অবস্হিত আব্দুল আউয়াল প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এর আগেও উক্ত বিদ্যালয় থেকে সৌর বিদ্যুতের ব্যাটারিসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। তারা জানায়, এখানে রাতের আঁধারে প্রায়ই নেশাখোরদের আড্ডা থাকে। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ ধারণা করছেন।
এলাকাবাসী জানান, শুধু এ বিদ্যালয়ে নয়, ইদানিং উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রায় প্রতিদিনই ঘটছে চুরির ঘটনা। এলাকার সাধারণ মানুষ আতংকে জীবন যাপন করছে।
ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ না পেলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বাখ//এস