০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আমার চেয়ে ভালো কাউকে দেখিনি: রোনালদো

স্পোর্টস ডেস্ক

আজ রাতে ঘড়ির কাটায় ১২টা বাজলেই ৪০তম বছরে পা দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর আগে নিজের ৩৯তম বছরের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার। রোনালদোর জোড়া গোলের সঙ্গে আলি আল হাসান ও মোহামেদ আল ফাতিলের একটি করে গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গতকাল সোমবার রাতে আল ওয়াসিকে ৪-০ উড়িয়ে দিয়েছে আল নাসর।

ক্যারিয়ারে ১০০০ গোলের লক্ষ্যকে পাখির চোখ করা রোনালদো গতকাল ৯২৩তম গোলের দেখা পেলেন। এর মধ্যে ডান পায়ে গোল করেছেন ৫৯০টি, বাঁ পায়ে ১৭৮টি, হেডে ১৫৩টি ও শরীরের অন্য অংশ দিয়ে করেছেন বাকি দুটি গোল। দু-পায়ের যেমন খেলতে পারেন, তেমনি হেডেও যে রোনালদোর জুড়ি মেলা ভার, সেটা কথা বলছে পর্তুগিজ মহাতারকার পরিসংখ্যানই।

অবশ্য সুযোগ পেলেই রোনালদো নিজেও সেটা মনে করিয়ে দেন। এর আগে অনেকবারই নিজেকে সর্বকালের সেরা হিসেবে মন্তব্য করেছেন। এবারও তেমনটাই বললেন, তবে একটু অন্যভাবে। এবার জনপ্রিয় স্প্যানিশ প্রোগ্রাম লা সেক্সতার সঙ্গে আলাপকালে নিজেকে এ যাবৎকালের পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন রোনালদো।

নিজেকে সর্বকালের সেরা ভাবেন কি না – তাঁর বন্ধু বলে পরিচিত সাংবাদিক এদু আগিরের এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেছেন, ‘আমি তেমনটাই মনে করি। সত্যি বলতে, আমি আমার চেয়ে ভালো কাউকে দেখিনি।’

রোনালদো যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, এ যাবৎকালে আমিই সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়। আমি ফুটবলে যা কিছু করা সম্ভব, সব করতে পারি। আমি ভালো হেড করি, কার্যকরী ফ্রি-কিক নিতে পারি, বাঁ পায়ে ভালো শট নিতে পারি, দ্রুত দৌড়াই ও আমি শক্তিশালী।’

এর পর পেলে-মারাদোনা ও লিওনেল মেসির প্রসঙ্গ টেনে রোনালদো উল্লেখ করেন, ‘মানুষের পছন্দ ভিন্ন হতে পারে। কেউ পেলে, মারাদোনা কিংবা মেসিকে হয়তো এগিয়ে রাখবেন। সেটা আমি সম্মান করি। কিন্তু ক্রিস্টিয়ানো সম্পূর্ণ নয় বলাটা মিথ্যা। আমিই সবচেয়ে পরিপূর্ণ।’

নিজেকে পরিপূর্ণ ফুটবলার বলার ব্যাখ্যাও দিয়েছেন রোনালদো, ‘পরিসংখ্যানই আমার হয়ে কথা বলে। ইতিহাসে আর এমন কোন ফুটবলার আছে যে হেড, বাঁ পা, পেনাল্টি কিংবা ফ্রি-কিক মিলিয়ে সবচেয়ে বেশি গোল করেছে? হয়তো বিবেচনা করার জন্য বিভিন্ন ধরনের মাপকাঠি আছে। আমি (ডান পায়ের) শীর্ষ ১০ ফুটবলারের মধ্যে আছি, যারা বাঁ পা ও হেড- দুই জায়গাতেই সবচেয়ে বেশি গোল করেছে।’

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১২:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
৬৯ জন দেখেছেন

আমার চেয়ে ভালো কাউকে দেখিনি: রোনালদো

আপডেট : ১২:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

আজ রাতে ঘড়ির কাটায় ১২টা বাজলেই ৪০তম বছরে পা দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর আগে নিজের ৩৯তম বছরের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার। রোনালদোর জোড়া গোলের সঙ্গে আলি আল হাসান ও মোহামেদ আল ফাতিলের একটি করে গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গতকাল সোমবার রাতে আল ওয়াসিকে ৪-০ উড়িয়ে দিয়েছে আল নাসর।

ক্যারিয়ারে ১০০০ গোলের লক্ষ্যকে পাখির চোখ করা রোনালদো গতকাল ৯২৩তম গোলের দেখা পেলেন। এর মধ্যে ডান পায়ে গোল করেছেন ৫৯০টি, বাঁ পায়ে ১৭৮টি, হেডে ১৫৩টি ও শরীরের অন্য অংশ দিয়ে করেছেন বাকি দুটি গোল। দু-পায়ের যেমন খেলতে পারেন, তেমনি হেডেও যে রোনালদোর জুড়ি মেলা ভার, সেটা কথা বলছে পর্তুগিজ মহাতারকার পরিসংখ্যানই।

অবশ্য সুযোগ পেলেই রোনালদো নিজেও সেটা মনে করিয়ে দেন। এর আগে অনেকবারই নিজেকে সর্বকালের সেরা হিসেবে মন্তব্য করেছেন। এবারও তেমনটাই বললেন, তবে একটু অন্যভাবে। এবার জনপ্রিয় স্প্যানিশ প্রোগ্রাম লা সেক্সতার সঙ্গে আলাপকালে নিজেকে এ যাবৎকালের পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন রোনালদো।

নিজেকে সর্বকালের সেরা ভাবেন কি না – তাঁর বন্ধু বলে পরিচিত সাংবাদিক এদু আগিরের এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেছেন, ‘আমি তেমনটাই মনে করি। সত্যি বলতে, আমি আমার চেয়ে ভালো কাউকে দেখিনি।’

রোনালদো যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, এ যাবৎকালে আমিই সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়। আমি ফুটবলে যা কিছু করা সম্ভব, সব করতে পারি। আমি ভালো হেড করি, কার্যকরী ফ্রি-কিক নিতে পারি, বাঁ পায়ে ভালো শট নিতে পারি, দ্রুত দৌড়াই ও আমি শক্তিশালী।’

এর পর পেলে-মারাদোনা ও লিওনেল মেসির প্রসঙ্গ টেনে রোনালদো উল্লেখ করেন, ‘মানুষের পছন্দ ভিন্ন হতে পারে। কেউ পেলে, মারাদোনা কিংবা মেসিকে হয়তো এগিয়ে রাখবেন। সেটা আমি সম্মান করি। কিন্তু ক্রিস্টিয়ানো সম্পূর্ণ নয় বলাটা মিথ্যা। আমিই সবচেয়ে পরিপূর্ণ।’

নিজেকে পরিপূর্ণ ফুটবলার বলার ব্যাখ্যাও দিয়েছেন রোনালদো, ‘পরিসংখ্যানই আমার হয়ে কথা বলে। ইতিহাসে আর এমন কোন ফুটবলার আছে যে হেড, বাঁ পা, পেনাল্টি কিংবা ফ্রি-কিক মিলিয়ে সবচেয়ে বেশি গোল করেছে? হয়তো বিবেচনা করার জন্য বিভিন্ন ধরনের মাপকাঠি আছে। আমি (ডান পায়ের) শীর্ষ ১০ ফুটবলারের মধ্যে আছি, যারা বাঁ পা ও হেড- দুই জায়গাতেই সবচেয়ে বেশি গোল করেছে।’