আ’লীগের কর্মসূচির প্রতিবাদে তাড়াশে বিএনপি’র বিক্ষোভ

সিরাজগঞ্জের তাড়াশে ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
সকাল থেকেই উপজেলা ৮ ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে তাড়াশ পৌর শহরের কেন্দ্রিয় ঈদগাঁ মাঠে সমেবেত হয়। পরে সকাল ১১ টার দিকে উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল ও সাংগঠনিক সম্পাদ প্রভাষক সাইদুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোব মিছিল বের হয়। মিছিল টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রিয় ঈদগাঁ মাঠে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী বলেন, ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছেন। অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে তারা আবারও ১ হতে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেছেন। তাদের সকল কর্মসূচিকে শক্ত হাতে প্রতিহত করার জন্য তিনি নেতা-কর্মীদের সজাক থাকার আহবান জানান। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৩ থেকে ৪ হাজার নেতা-কর্মী করতালির মাধ্যমে তার বক্তব্যকে স্বাগত জানান।
এ দিকে ফ্যাসিস্ট অবৈধ আওয়ামীলীগের বিভিন্ন ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ উপজেলা শাখার আমীর সাখলাইন হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়।
বাখ//এস