০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ইউসামের উদ্যোগে ক্যান্সার দিবসে সচেতনতা বিষয়ক কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মীরসরাই (ইউসাম)-এর উদ্যোগে  ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি কাউন্সেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিক কুমার ও সাবরিনা খান, এবং পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ইছরাত জাহান চৌধুরী ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে বিশদভাবে আলোচনা ও কাউন্সেলিং করেন। তারা ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। এছাড়া, স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমানোর বিষয়েও দিকনির্দেশনা দেন।
সেশনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রাণবন্ত। তারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনেন, কৌতূহলী প্রশ্ন করেন এবং নিজেদের ভাবনা শেয়ার করেন। তাদের আগ্রহ ও অংশগ্রহণ প্রমাণ করে, সুস্থ ও সচেতন ভবিষ্যৎ গড়তে তারা কতটা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রোগ্রামটি সঞ্চালনা করেন ইউসাম ২৪-২৫ কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মুরাদ। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি আল মামুন, শিক্ষা ও সেমিনার বিষয়ক সম্পাদক ফিরোজ মাহমুদ আসিফ, এবং এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, যাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়।
সার্বিক দিক পরিচালনা করেন মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোছাইন সবুজ। ইউসাম আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি, যাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না। শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করে তোলার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের এই সহযোগিতাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বীকার করি এবং কৃতজ্ঞতা জানাই।
এই আয়োজনের মাধ্যমে ইউসাম তারুণ্যের মাঝে ইতিবাচক পরিবর্তনের আলো ছড়িয়ে দেওয়ার আরও এক ধাপ এগিয়ে গেল, স্বাস্থ্যসচেতন ও সচেতন সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে।
বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
১০৫ জন দেখেছেন

ইউসামের উদ্যোগে ক্যান্সার দিবসে সচেতনতা বিষয়ক কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ০৫:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মীরসরাই (ইউসাম)-এর উদ্যোগে  ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি কাউন্সেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিক কুমার ও সাবরিনা খান, এবং পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ইছরাত জাহান চৌধুরী ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে বিশদভাবে আলোচনা ও কাউন্সেলিং করেন। তারা ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। এছাড়া, স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমানোর বিষয়েও দিকনির্দেশনা দেন।
সেশনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রাণবন্ত। তারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনেন, কৌতূহলী প্রশ্ন করেন এবং নিজেদের ভাবনা শেয়ার করেন। তাদের আগ্রহ ও অংশগ্রহণ প্রমাণ করে, সুস্থ ও সচেতন ভবিষ্যৎ গড়তে তারা কতটা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রোগ্রামটি সঞ্চালনা করেন ইউসাম ২৪-২৫ কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মুরাদ। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি আল মামুন, শিক্ষা ও সেমিনার বিষয়ক সম্পাদক ফিরোজ মাহমুদ আসিফ, এবং এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, যাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়।
সার্বিক দিক পরিচালনা করেন মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোছাইন সবুজ। ইউসাম আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি, যাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না। শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করে তোলার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের এই সহযোগিতাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বীকার করি এবং কৃতজ্ঞতা জানাই।
এই আয়োজনের মাধ্যমে ইউসাম তারুণ্যের মাঝে ইতিবাচক পরিবর্তনের আলো ছড়িয়ে দেওয়ার আরও এক ধাপ এগিয়ে গেল, স্বাস্থ্যসচেতন ও সচেতন সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে।
বাখ//এস