০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজায় ১৫ মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ৬১ হাজার ৭০৯ জনের বেশি। নিখোঁজ কয়েক হাজার মানুষকে নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করায় এ সংখ্যা দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজার সরকারি তথ্য অফিসের প্রধান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে এখনো অন্তত ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

গাজা সিটিতে আল-শিফা হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য অফিসের প্রধান সালামা মারুফ জানান, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১ শিশু রয়েছে। ২০ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে অনেকে ২৫ বারেরও বেশি স্থানান্তরের শিকার হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।

গাজায় হতাহতের নতুন পরিসংখ্যানটি এমন এক সময়ে এল যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। গত ১৫ মাসের আগ্রাসনের সাময়িক বিরতি বলা যায় একে। চলমান যুদ্ধবিরতি আগামী মার্চের শুরু পর্যন্ত চলতে পারে।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। যুদ্ধ বন্ধের একটি স্থায়ী সমাধানের দিকে অগ্রসর হওয়া এর লক্ষ্য। মধ্যস্থতাকারী কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই আলোচনার সূচনা করছে। তবে দেশগুলো যদি ইসরায়েল ও হামাসের মধ্যে আরেকটি চুক্তি করাতে ব্যর্থ হয় তবে মার্চে আবারও যুদ্ধ শুরু হতে পারে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
৭১ জন দেখেছেন

গাজায় নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজার

আপডেট : ০১:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

ফিলিস্তিনের গাজায় ১৫ মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ৬১ হাজার ৭০৯ জনের বেশি। নিখোঁজ কয়েক হাজার মানুষকে নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করায় এ সংখ্যা দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজার সরকারি তথ্য অফিসের প্রধান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে এখনো অন্তত ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

গাজা সিটিতে আল-শিফা হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য অফিসের প্রধান সালামা মারুফ জানান, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১ শিশু রয়েছে। ২০ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে অনেকে ২৫ বারেরও বেশি স্থানান্তরের শিকার হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।

গাজায় হতাহতের নতুন পরিসংখ্যানটি এমন এক সময়ে এল যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। গত ১৫ মাসের আগ্রাসনের সাময়িক বিরতি বলা যায় একে। চলমান যুদ্ধবিরতি আগামী মার্চের শুরু পর্যন্ত চলতে পারে।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। যুদ্ধ বন্ধের একটি স্থায়ী সমাধানের দিকে অগ্রসর হওয়া এর লক্ষ্য। মধ্যস্থতাকারী কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই আলোচনার সূচনা করছে। তবে দেশগুলো যদি ইসরায়েল ও হামাসের মধ্যে আরেকটি চুক্তি করাতে ব্যর্থ হয় তবে মার্চে আবারও যুদ্ধ শুরু হতে পারে।