০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রাম জেলা প্রশাসককে রাউজান প্রেস ক্লাবের হলুদ সরিসাযুক্ত বর্ষপঞ্জিকা প্রদান

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের হাতে রাউজান প্রেসক্লাবের বর্ষ পঞ্জিকা তুলে দিলেন রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দ। ৪ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে রাউজান উপজেলা নির্বাহি অফিসার কার্য্যালয়ে জেলা প্রশাসকের হাতে “সরিসা ক্ষেতের ছবিযুক্ত” বর্ষ পঞ্জিকা প্রদান করা হয়।
জেলা প্রশাসক তাৎকনিক বলেন হলুদ সরিষা ক্ষেত যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় সরিষা তেল উৎপাদনে সহায়তা করে, তেমনি সরিষা ফুলের সৌন্দর্য আমাদের নিয়ে যায় সুন্দরের অন্য এক জগতে।
তিনি বলেন সবুজের মধ্যে হলুদ সরিষা ফুল মাথাচাড়া দিয়ে উঠে জানান দেয় তাদের সৌন্দর্যের রূপ। তিনি প্রেস ক্লাবের প্রশাংসা করে বলেন বর্ষপঞ্জিকায় সরিসার ছবিটি যেমন চমৎকার তেমনি ছবিটি রাউজান এলাকার আরো চমৎকার।
এস ময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ,সহকারী কমিশনার (ভুমি) অং ছিং মারমা, রাউজান প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা এম বেলাল উদ্দীন, সাবেক সভাপতি প্রদীপ শীল, বর্তমান সেক্রেটারি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি হাবিবুর রহমান, সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সিনিয়র সদস্য আরফাত হোসাইন প্রমুখ।
বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি,জেলা বিএনপি সদস্য মাস্টার আবু জাফর চৌঃ সহ সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে পরে জেলা প্রশাসক আরো ৪ টি অনুষ্টানে যেগদান করেন।
বাখ//এস