০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নিষিদ্ধ পলিথিন, নিষিদ্ধ না হলেও দাম বেড়েছে বাজারে

নিষিদ্ধ ঘোষিত পলিথিন নিষিদ্ধ না হলেও জয়পুরহাটের পাঁচবিবিতে সকল প্রকার পলিথিন ব্যাগ ও কাগজের দাম বেড়েছে। নিষিদ্ধ হওয়ার সরকারী সিদ্ধান্তের কথা শুনে লিথিন ব্যাগ ও কাগজের দাম কেজি প্রতি ২০ টাকা করে বাড়তি দামে বিক্রি হচ্ছে। পলিথিনের বাড়তি এই দাম সরাসরি ভোক্তাদের বহন করতে হচ্ছে। এদিকে সরকার পলিথিন ব্যবহার নিষিদ্ধ করলেও এর উৎপাদন বন্ধ না হওয়ায় বাজারে অহরহ পলিথিন পাওয়া যাচ্ছে।
জানা যায়, অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের পক্ষ থেকে সকল ধরনের পলিথিন ব্যাগ ও কাগজ ব্যবহারে নিষিদ্ধের ঘোষনা আসে। কাঁচা বাজার ও দোকানে পলিথিন ব্যাগ ও বড় পলিথিনের রোল থাকায় ভ্রাম্যমান আদালত বাজারে অভিযান চালিয়ে অর্থদন্ডও প্রদান করেন বিক্রেতাদের। তবে এত কিছুর পর সাধারন মানুষের নিত্যদিনের ব্যবহারের জন্য কাঁচা বাজার ও মুদি দোকান থেকে পণ্য কিনে পলিথিনে ভরে নিয়ে যাচ্ছে।
ছোট, মাঝারী,বড় পলিথিন ব্যাগ এবং বিভিন্ন অবকাঠামো নির্মান সহ অন্যান্য কাজে ব্যবহৃত পলিথিনের রোল কেজি প্রতি ২০ টাকা বেশি দরে করে বিক্রি করছে বিক্রেতারা। সকল ধরনের পলিথিনের ব্যাগ ২শ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পলিথিনের রোল করা সব ধরনের বড় কাগজও বাজারে বিক্রি হচ্ছে।
বাজারের বড় ব্যবসায়ী ও পাইকারী বিক্রেতা নিতাই সাহা জানান, সকল ধরনের পলিথিনের দাম কেজি প্রতি ২০ টাকা করে বেড়েছে। তিনি জানান বর্ধিত মুল্য সরাসরি ভোক্তাদেরই বহন করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান বিকল্প সহজ লভ্য ব্যাগ বাজারে না আসা পর্যন্ত পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা ঠিক হবেনা।
জয়পুরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন জানান পলিথিনি নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। বাজারে পলিথিনের ব্যবহার ও দাম বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান আপনারা ব্যবহার না করলেই তো আর দাম বাড়বে না।
বাখ//এস