পাকুন্দিয়ায় নানা আয়োজনে সমাজসেবা কার্যালয়ের তারুণ্যের উৎসব পালন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচিতে তারুণ্য উৎসব-২০২৫ পালিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-প্রতিপাদ্যে উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি অনুষ্ঠানে নিরাপদ মাতৃত্ব, গৃহস্থলী কাজে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জুলাই বিপ্লব-২০২৪ ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরিকরন বিষয়ে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুন সরকার, পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. নাজিবুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ। আলোচনাসভা শেষে কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
বাখ//এস