ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় ভ্যাকসিন ও ইঞ্জেকশন এবং ১১২ পাতা ভারতীয় ট্যাবলেটসহ দুই ভারতীয় নাগররিকে আটক করেছে পুলিশ।
আখাউড়া চেকপোষ্ট থেকে সিএনজি যোগে আখাউড়া বাজার অভিমুখে যাওয়ার পথে সোমবার বিকালে নারায়নপুর এলাকায় সড়কে গাড়ির থামিয়ে ভারতীয় নাগরিকদেরকে অবৈধ পণ্য সহ আটক করা হয়।
আটকরা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার প্রদীপ দত্ত (৬০) ও উত্তর ২৪ পরগনার গৌতম দত্ত (৫৩)। ভারতীয় ঔষধের শুল্ক প্রদানের কোন রশিদ বা অন্য কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কর ফাঁকি দিয়ে ভারতীয় ওষুধ বাংলাদেশে আনার দায়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমিউদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদেরকে বিজ্ঞ আদালত পাঠানো হয়েছে।
বাখ//এস
সম্পাদক ও প্রকাশক
মানিক কুমার সরকার
banglakhaborbd.com