শাহজাদপুরে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পাবনা জেলা দুর্নীতি দমন কমিশন কর্তৃক শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ে ও শাহজাদপুর পাইলট ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি থেকে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন পাবনা জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম সাকলায়েন এর সভাপতিত্বে পুরুস্কার বিতরন কালে উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক ইসতিয়াক আহমেদ,এ্যাসিষ্ট্যান্ট সাব- ইন্সপেক্টর মোঃ হামিদুর রহমান, অধ্যক্ষ রুহুল আমিন, প্রধান শিক্ষক পারভেজ আক্তার, কামরুনাহার লাকী, সাংবাদিক সাগর বসাক, জাকারিয়া ইসলাম ঠান্ডু,আব্দুল কুদ্দুস প্রমুখ ।
প্রধান অতিথি বলেন, আগামীদিনে ভবিষ্যত গঠন করবে তোমরা তাই কোন রকম অন্যায় কাজ ও দুর্নীতি করবে না। তাহলে জীবনে সফলতা আসবে।
বাখ//আর