সিরাজগঞ্জের শাহজাদপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পাবনা জেলা দুর্নীতি দমন কমিশন কর্তৃক শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ে ও শাহজাদপুর পাইলট ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি থেকে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন পাবনা জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম সাকলায়েন এর সভাপতিত্বে পুরুস্কার বিতরন কালে উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক ইসতিয়াক আহমেদ,এ্যাসিষ্ট্যান্ট সাব- ইন্সপেক্টর মোঃ হামিদুর রহমান, অধ্যক্ষ রুহুল আমিন, প্রধান শিক্ষক পারভেজ আক্তার, কামরুনাহার লাকী, সাংবাদিক সাগর বসাক, জাকারিয়া ইসলাম ঠান্ডু,আব্দুল কুদ্দুস প্রমুখ ।
প্রধান অতিথি বলেন, আগামীদিনে ভবিষ্যত গঠন করবে তোমরা তাই কোন রকম অন্যায় কাজ ও দুর্নীতি করবে না। তাহলে জীবনে সফলতা আসবে।
বাখ//আর
সম্পাদক ও প্রকাশক
মানিক কুমার সরকার
banglakhaborbd.com