অষ্টগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে’ সমৃদ্ধ হোক গণগ্রন্থাগার-এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বপ্নীল গণগ্রন্থাগার ও মৌলভীপাড়া গণগ্রন্থাগারের উদ্যোগে স্বপ্নীল গণগ্রন্থাগার মিলনায়তনে এ উপলক্ষে সকলের মাঝে বইপাঠের আগ্রহ বাড়িয়ে তুলতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, বইপাঠ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বপ্নীল গণগ্রন্থাগরের প্রতিষ্ঠাতা ও আজকের সংবাদ.কম এর সম্পাদক নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীপাড়া গণগ্রন্থাগার ও আজকের সংবাদ.কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি রেজাউল করিম সেলিম ।
স্বপ্নীল গণগ্রন্থাগারের সম্পাদক ও আজকের সংবাদ.কম এর সহঃ সম্পাদক আমিনুল হকের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) মো. মাহফুজুর রহমান, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কাস্তুল ইউনিটের মনিটরিং অফিসার সোহেল রানা দিপু, নিরিবিলি পাঠাগারের সভাপতি সাজ্জাদ হোসাইন সমুজ, আলোর দিশারী গণগ্রন্থাগারের সভাপতি আবুল হাসেম ও স্বপ্নীল গণগ্রন্থাগার পাঠক ফোরামের সভাপতি শরীফ উদ্দিন।
আলোচনা অনুষ্ঠান শেষে বইপাঠ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
বাখ//এস