‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেয়া হবে না।
আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা।
এ সময় তিনি বলেন, ‘ছয় মাস জন আকাঙ্ক্ষা পূরণের জন্য অনেক সময়। শেখ হাসিনার দোসররা প্রশাসনে সর্বোচ্চ পর্যায়ে আছে, সরকারের ভেতরেও আছে।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনমুখী সংস্কার দিয়ে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান। সংস্কারের নামে বেশি সময়ক্ষেপণ করলে তা দেশের মানুষ মেনে নেবে না।’
তিনি বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেয়া হবে না।’
এছাড়া তিনি সব কিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান।