১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে বিসিক উদ্যােক্তা মেলা এবং তারুণ্যের লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন

পটুয়াখালীতে ১৫ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা এবং তারুণ্যের লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার ডিসি স্কায়ার মাঠে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
পরে ডিসি স্কোয়ার মঞ্চে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, বিসিক প্রধান কার্যালয়ের বিপনন বিভাগের মহাব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলম, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা জামায়েতে ইসলামের আমির এ্যাড. নাজমুল আহসান, জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, পটুয়াখালী প্রেস ক্লাবে সদস্য সচিব গোলাম রহমান, পুটয়াখালী বিসিক কার্যালয়ের উপপরিচালক মোঃ আলমগীর হোসেন।
১৫ দিনব্যাপী এ মেলায় পটুয়াখালী জেলা সহ বিভিন্ন জেলা থেকে উদ্যােক্তারা তাদের বিভিন্ন পন্যের পসরা সাজিয়েছেন। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডসের ব্যবস্থা আছে বলে জানান মেলা কতৃপক্ষ।
বাখ//এস