লালমোহনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে তথ্য ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ শ্লোগানের মাধ্যমে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে তথ্য ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত।
বুধবার ৫ ফেব্রুয়ারি লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহ আজিজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা মাধ্যমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা রবিউল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম নোমান পাটোয়ারী, অত্র স্কুলের সিনিয়র শিক্ষক রজ্জব আলী বাচ্চু,সিনিয়র শিক্ষিকা জাকিয়া সুলতানা, প্রধান শিক্ষক কামরুল ইসলাম, আলোচনা সভা শেষে ডিসপ্লের মাধ্যমে জুলাই – আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে সম্পর্কে তথ্য ও আরোকচিত্র প্রদর্শন করা হয়। উল্লেখ গনঅভ্যুত্থানে লালমোহন উপজেলা ১১ জন নিহত হয়।
সভা শেষে উপজেলা স্কুল, মাদরাসা,ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার ২০২৫ সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাখ//এস