০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হাটহাজারীতে চেয়ারম্যান ধরতে গিয়ে তোপের মুখে পুলিশ : আহত ৭

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে আবুল মনসুর চেয়ারম্যানকে গ্রেফতার করতে গিয়ে তার সমর্থকদের তোপের মুখে পড়েছে ডিবি পুলিশ। এসময় ডিবি পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন পুলিশ সদস্য গুরুতর আহত ও স্থানীয় এক মহিলা গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। তবে ওই চেয়ারম্যানকে আটক করে থানায় নিয়ে আসে ডিবি পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার কাটিরহাট বাজারস্থ ধলই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন, ইমরান (৩০), জামাল উদ্দিন (২৫), সাজেদুল ইসলাম (৪৫), শাহাদাত ডালি ( ৩০), আবু কাউসার ( ৩৮), ইসকান্দর (৫১) ও জান্নাত শিরিন (৫৪)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবারও ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেফতার করতে দুপুর দেড়টার দিকে হাইচ গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঘিরে রাখেন ডিবি পুলিশের একটি টিম। ডিবি পুলিশ গ্রেফতার করা আবুল মনসুর কে গাড়িতে তোলার পর চেয়ারম্যান সমর্থকরা রাস্তায় নেমে আসে।

এ সময় তারা ডিবি পুলিশের গাড়ি থেকে চেয়ারম্যান কে ছিনিয়ে নিতে চেষ্টা করে ও ডিবি পুলিশের উপর হামলা চালায় এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়। পরে চেয়ারম্যান সমর্থকরা কাটিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ৪৫ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও র্যাব পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেনের সাথে যোগাযোগ করার চেস্টা করেও পাওয়া যাইনি।

পরে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানানো হবে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
৬৪ জন দেখেছেন

হাটহাজারীতে চেয়ারম্যান ধরতে গিয়ে তোপের মুখে পুলিশ : আহত ৭

আপডেট : ০৮:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

হাটহাজারীতে আবুল মনসুর চেয়ারম্যানকে গ্রেফতার করতে গিয়ে তার সমর্থকদের তোপের মুখে পড়েছে ডিবি পুলিশ। এসময় ডিবি পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন পুলিশ সদস্য গুরুতর আহত ও স্থানীয় এক মহিলা গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। তবে ওই চেয়ারম্যানকে আটক করে থানায় নিয়ে আসে ডিবি পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার কাটিরহাট বাজারস্থ ধলই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন, ইমরান (৩০), জামাল উদ্দিন (২৫), সাজেদুল ইসলাম (৪৫), শাহাদাত ডালি ( ৩০), আবু কাউসার ( ৩৮), ইসকান্দর (৫১) ও জান্নাত শিরিন (৫৪)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবারও ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেফতার করতে দুপুর দেড়টার দিকে হাইচ গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঘিরে রাখেন ডিবি পুলিশের একটি টিম। ডিবি পুলিশ গ্রেফতার করা আবুল মনসুর কে গাড়িতে তোলার পর চেয়ারম্যান সমর্থকরা রাস্তায় নেমে আসে।

এ সময় তারা ডিবি পুলিশের গাড়ি থেকে চেয়ারম্যান কে ছিনিয়ে নিতে চেষ্টা করে ও ডিবি পুলিশের উপর হামলা চালায় এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়। পরে চেয়ারম্যান সমর্থকরা কাটিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ৪৫ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও র্যাব পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেনের সাথে যোগাযোগ করার চেস্টা করেও পাওয়া যাইনি।

পরে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানানো হবে।

বাখ//আর