উন্নয়ন বঞ্চিত ঝিকরগাছা মহিলা দাখিল মাদরাসা

বিএনপি অধ্যুষিত এলাকায় হওয়ায় উন্নয়ন বঞ্চিত ঝিকরগাছা মহিলা দাখিল মাদ্রাসাটির বেহাল দশা। শুধু নেই আর নেই। মাদ্রাসায় যাতাযাতের পাকা রাস্তা নেই, পর্যাপ্ত ক্লাসরুম নেই, টিনসেডের কয়েকটি শ্রেনিকক্ষ থাকলেও তার উপরের চালের টিন নেই, মানসম্মত অফিস কক্ষ নেই, শিক্ষক-কর্মচারিদের আলাদা রুম নেই, স্বাস্থ্যসম্মত টয়লেট বা ওয়াশরুম নেই।
প্রতিষ্ঠাকাল থেকে মুল অবকাঠামোর বাইরে আর কোন দৃশ্বমান উন্নয়নের ছোঁয়া লাগেনি এই প্রতিষ্ঠানটিতে। আক্ষেপের সাথে এলাকাবাসির অভিযোগ করে বলেন, পায়রাডাঙ্গা গ্রামটি বিএনপি অধ্যুষিত রাজনৈতিক প্রতিহিংসার কারনে একতরফা ভোটের আওয়ামীলীগ সরকারের স্থানীয় জনপ্রতিনিধিরা এই প্রতিষ্ঠানটিতে ভবনসহ কোন সরকারী বরাদ্দ দেয়া হয়নি।
বুধবার (০৫ ফেব্রয়ারি) সকালে সরেজমিনে ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে গিয়ে জানাগেছে, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ঝিকরগাছা মহিলা দাখিল মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের সমাবেশ (অ্যাসেম্বলি) করতে দেখাগেছে। সমাবেশ শেষে মাদ্রাসা সুপারের অফিস কক্ষ, সহকারী শিক্ষকদের কক্ষ, শিশুশ্রেনী থেকে দশম শ্রেনি পর্যন্ত প্রতিটা কক্ষ ও টয়লেটসহ সরেজমিনে ঘুরে বেহাল দশা লক্ষ্য করাগেছে।
কয়েকটি শ্রেনি কক্ষের চালের টিন ফাঁকা থাকতে দেখাগেছে। জানতে চাইলে মাদ্রাসা সুপার আনোয়ার হোসেন বলেন, এলাকায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ১৯৯৭ সালে স্থানীয় আলহাজ্ব মোঃ মহসীন আলী, শমসের আলী গাজী, নাজমুল বাকার, আজগর আলী গাজী, জামাল উদ্দীন, আনোয়ার হোসেনসহ গ্রামবাসির সযোগিতায় পায়রাডাঙ্গা মৌজার কপোতাক্ষ পাড়ে ৭৫ শতক জমির উপর ঝিকরগাছা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
সেসময় স্থানীয়দের সহযোগিতায় ৩টি টিন সেডের আধাপাকা বিল্ডিং করে শ্রেনি কার্যক্রম শুরু হরা হয়। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসলে মাদ্রাসাটি সাধারন বিভাগে স্বীকৃতি, ২০০২ সালে এমপিও ভুক্ত ও ০১/০১/২০০৩ ইং বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি লাভ করে। পরবর্তীতে ২০০৬ সালে বিএনপি সরকার ক্ষমতা হারালে প্রতিষ্ঠানটির আর অগ্রগতি হয়নি। বিএনপি অধ্যশিত এলাকা হওয়ায় এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দীর্ঘ ১৭বছরে উক্ত মাদ্রাসায় কোন বরাদ্দ দেয়া হয়নি।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৮জন শিক্ষক, ৫জন কর্মচারীসহ প্রায় সাড়ে ৩শতাধিক শিক্ষার্থী রয়েছে। ঝিকরগাছা-মনিরামপুর সড়ক থেকে আধা কিলোমিটার কাঁচা রাস্তা পর্যন্তও আওয়ামী সরকারের জনপ্রতিনিধিরা সোলিং কিম্বা পাকাকরনও করেননি। জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক প্রবিন রাজনীতিবিদ মোর্তজা এলাহী টিপু বলেন, ঝিকরগাছা মহিরা দাখিল মাদ্রাসাটি বিএনপি অধ্যুসিত এলাকায় হওয়ায় শৈরাচার ভোটডাকাত সরকার দলীয় জনপ্রতিনিধিরা কোন উন্নয়ন মুলক কাজ করেননি। বরং শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে দুর্নীতি অনিয়ম করে লাখ লাখ টাকার ঘুষ নিয়ে লাভভান হয়েছে আওয়ামী লীগ দলীয় ম্যানেজিং কমিটির সদস্যরা ও জনপ্রতিনিধিরা।
বাখ//এস