০৮:১৯ অপরাহ্ন, রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
চালিতাডাঙ্গা বি বি এন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

সিরাজগঞ্জের কাজীপুরের ঐতিহ্যবাহী চালিতাডাঙ্গা বেগম বশীরুন্নেছা (বিবিএন) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসীন রেজা।
দৌঁড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, পাতিল ভাঙা, ঝুলন্ত আপেল খাওয়া, ব্যাগ দৌঁড় সহ মোট ২৬টি ইভেন্টের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিকেলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম একে এম শামসুল আলামীনের ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হাসান শান্ত, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক আব্দুল কাদের লিটন। প্রধান শিক্ষক নজরুল ইসলামের সার্বিক তত্বাবধানে ও শরীর চর্চা শিক্ষক টি এম মাহবুবুর রহমানের সার্বিক সহযোগিতায় শিক্ষকরা ক্রীড়া পরিচালনা করেন।
এর আগে সকাল দশটায় পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। দশম শ্রেণির শিক্ষার্থীদের মোশাল দৌঁড়ের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
বাখ//এস