০১:৫৫ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বেগম রোকেয়া মঞ্চে পুরস্কার বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আহাছান উদ্দীনের সভাপতিত্বে তারুন্যের উৎসব উপলক্ষে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ৬ষ্ট শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, উপজেলা আইসিটি অফিসার ও নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মইনুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামান, থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) আলিমুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল আমীন মুকুল, শাহিনুজ্জামান শান্তিসহ ৪২ জন শিক্ষক-কর্মচারী, এক হাজার, দুইশত পঞ্চাশ জন শিক্ষার্থী। অনুষ্ঠানে চলতি সেশনে ৬ষ্ট শ্রেনিতে ভর্তি ২ শত ৬০ জন ছাত্রীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বাখ//এস