০১:৫৩ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর এবার দেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরীর সিনেমা ‘বলী, দ্য রেসলার’। জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। মুক্তি উপলক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জয় করা ‘বলী, দ্য রেসলার’ গত বছরের সেপ্টেম্বরে সেন্সর বোর্ডের অনুমোদন পায়। শুরুতে ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও পরে তা এগিয়ে ৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।
পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী জানুয়ারির শেষে দেশে ফিরে সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি বলেন, আমরা ৭ ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি দিচ্ছি। ডিস্ট্রিবিউটর ও হল কর্তৃপক্ষের সঙ্গে সে অনুযায়ী চুক্তি হয়েছে। এখন শেষ মুহূর্তের কাজগুলো সেরে নিচ্ছি।
বাখ//আর
Tag :
‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি