০২:০৯ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাউফলে ইউএনওর সরকারি মোবাইল ফোন ক্লোন করে টাকা দাবি

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর (০১৭৩৩৩৩৪১৪৯) ক্লোন করে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হচ্ছে।
এ সংক্রান্ত বিষয়ে ইউ এন ও মো. আমিনুল ইসলাম তার অফিশিয়ালি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আইডি থেকে ষ্ট্যাটাস দিয়েছেন। ওই ষ্ট্যাটাসে তিনি লিখেছেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তার অফিশিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে কে বা কাহারা ফোন করে অর্থ দাবি করছে।
এই বিভ্রান্তিতে কেউ পা দিবেন না। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে অনুরোধ করছি। প্রয়োজনে, সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইউএনও আমিনুল ইসলাম।
বাখ//এস