১২:৪৪ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সিলেট বিভাগের সাংবাদিক সন্তানদের মেধা বৃত্তির চেক বিতরণ

সাংবাদিক সন্তানদের মেধা বৃত্তির চেক বিতরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বেলা ৩ টায় এ সভা চলে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সিলেট জেলা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, পিআইডির পরিচালক আকিকুর রেজা, সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সালাহ উদ্দিন, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক জালালাবাদ এর সম্পাদক মোক্তাবিস-উন-নুর, সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, ইত্তেফাক এর ব্যুরো চিফ হুমায়ুন রশিদ চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট মহানগর সংবাদদাতা আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ১০ জন সাংবাদিকের সন্তানদের মেধা বৃত্তি ও সাতজন অসুস্থ সাংবাদিককে সরকারি এই অনুদান প্রদান করা হয়।
বাখ//এস