শাহজাদপুরে গাঁজাসহ আটক ১

সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের এক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি মোঃ শামীম ইসলাম(৩০) শাহজাদপুর পৌর সদরের শক্তিপুর মহল্লার পশ্চিমপাড়ার মোঃ সাবান আলীর ছেলে। শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে এসআই কাঞ্চন কুমার প্রামানিকের এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি চৌকস দল উপজেলার মশিপুর গ্রামের এসএমবি ইট ভাটার মাঠে এক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে রাখা পাঁচশত গ্রাম গাঁজাসহ মাদক কারবারি শামীম ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আছলাম আলী জানান, আটককৃত মাদক কারবারি’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর করিয়া তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বাখ//আর