দিনাজপুরের ঘোড়াঘাটে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা হিড বাংলাদেশ জিপিএ-৫ প্রাপ্ত ১৬২ জন শিক্ষার্থীকে ৮ লক্ষ ১০ হাজার টাকা , জিপিএ ৪ প্রাপ্ত ৪১০ জন শিক্ষার থেকে ১৬ লক্ষ ৪০ হাজার টাকা সহ মোট ৫৮২ জন শিক্ষার্থীকে ২৪ লক্ষ ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করে। এসব শিক্ষার্থীদের মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন।
এ সময় তিনি বলেন, গেল ৫০ বছর ধরে আমরা এদেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, আয় বর্ধক মূলক কর্মসূচি সহ উপকূলীয় অঞ্চলে বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন নতুন ঘর প্রদান করা হচ্ছে। নতুন প্রজন্ম বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন দেখছে আমরা সেই স্বপ্নের সারথী হতে চাই। নতুন বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে যে কথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস বারবার বলছেন। নতুন প্রজন্ম যে চেতনা বুকে ধারণ করছে সে চেতনা বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বিগত সরকারের আমলে ক্ষুদ্রঋণ কর্মসূচিকে কটাক্ষ করা হলেও প্রকৃতপক্ষে দেশের আর্থ ও সামাজিক উন্নয়নে এটি একটি অন্যতম হাতিয়ার একতা সারাবিশ্বে প্রমাণিত। কাজেই ক্ষুদ্রঋণ সমাজকে অনেক এগিয়ে নিয়েছে আগামীতে আরো অনেক এগিয়ে নিবে। আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে ঋণ প্রদান করছি।
এর সাথে বিভিন্ন স্তরের মানুষের কর্মসংস্থান হচ্ছে। শিক্ষা খাতে আমরা বরাদ্দ বাড়িয়েছি। উন্নয়নশীল দেশ গঠনের অন্যতম অংশ হলো শিক্ষিত সমাজ। শিক্ষিত সমাজ গড়ে তুলতে না পারলে সকল পরিশ্রম বৃথা যাবে। আমরা কোন পরিশ্রমকে বৃথা যেতে দেব না। বাংলার প্রান্তিক মানুষের উন্নয়নে হিট বাংলাদেশ গেল ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে। বিগত ৫০ বছর অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই জায়গায় পৌঁছেছে এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটি কোন ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠান নয়। এই প্রতিষ্ঠানটির মালিক হচ্ছে আমাদের সকল সদস্য। সেই সাথে যে সমস্ত কর্মী দিনরাত দেশের মানুষের স্বার্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে তাদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন হিড বাংলাদেশ কার্যালয়ে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ক্রেডিট অফিসার শিল্পী রানী, শানজিলি মুরমু, মিম্মা খাতুন, টিংকু রানী ও খুকুমণি। পরে প্রধান অতিথি ৫০ বছর পূর্তি উপলক্ষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানটির সূচনা করেন। এ সময় হিড বাংলাদেশের প্রাকৃতিক দল বিভিন্ন ধরনের গান ও নাচ পরিবেশন করে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, হিড বাংলাদেশের সহকারি পরিচালক অদ্বৈত কুমার বিশ্বাস, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাজমুল হক হিড বাংলাদেশ গাইবান্ধা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এম এ আজিজ, শাখা ব্যবস্থাপক মোকাররম হোসেন, শাখা ব্যবস্থাপক হাসান সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সদস্যদের চিকিৎসা সহায়তা ও কর্মীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানটির সাবলীল সঞ্চালনায় ছিলেন ট্রেনিং অফিসার মিতু রায়।
বাখ//আর