০১:৩৩ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ভাঙ্গুড়ায় ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেফতার

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির রহমান (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ অভিযান চালিয়ে সাব্বির রহমানকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত সাব্বির রহমান খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলামের ছেলে।
বাখ//আর