শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে স্বার্থ রক্ষা কমিটির মতবিনিময়

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম .হাসান তালুকদারের সাথে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত এক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবন-১ এ মতবিমিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় উপাচার্য প্রফেসর ড. এস. এম হাসান তালুকদার স্বার্থ রক্ষা কমিটির আন্দোলন কারীদের সাধুবাদ জানিয়ে বলেন, প্রাথমিক ভাবে স্থায়ী ক্যাম্পাস নির্মানের জন্য ৬শ’ কোটি টাকা মঞ্জুর হয়েছে। চুড়ান্ত অনুমোদনের জন্য বর্তমান একনেক ফাইলে রয়েছে। অনুমোদন হলেই আমরা আগামী জুনের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের নির্মান কাজ শুরু করব।
তিনি আরও বলেন, সব সময় ভালো কাজের জন্য আপনাদের সহযোগীতা চাইব, আপনার আমাকে সহযোাগীতা করবেন এবং পাশে থাকবেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, স্বার্থ রক্ষা কমিটির আহবায়ক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, সদস্য সচিব আমির হোসেন সবুজ, স্বার্থ রক্ষা কমিটির এ্যাডঃ মতিয়ার রহমান, কে এম রায়হান উদ্দিন, অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, জাকারিয়া ইসলাম ঠান্ডু, সাংস্কুতিক ব্যক্তি কাজী শওকত, সাংবাদিক সাগর বসাক প্রমুখ।
বাখ//আর