সেনবাগে আল-জাহিদ মাদ্রাসায় বাহরী পিঠা উৎসব

পিঠা খাবো, হারিয়ে যাওয়া পিঠা চিনবো” এ প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীর সেনবাগ আল জাহিদ ইসলামীয়া আলিম মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো বাহারী পিঠা উৎসব। রোববার (৯ ফেব্রুয়ারি) মাদ্রাসার নিজস্ব অডিটরিয়ামে গ্রামীণ হরেক রকমের পিঠা নিয়ে প্রাণবন্ত পরিবেশে উক্ত পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা ইমাম হোসেনের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন মিয়াজি, সমাজ সেবক রফিকুল ইসলাম রবি, হাজী নজির আহমদ, ইয়াছিন মজুমদার, সাংবাদিক কাজী ফখরুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র কো অর্ডিনেটর তারেক বীন মাহমুদ, এমাম হোসেন রুবেল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, অভিভাবকা, সমাজ সেবক ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক তত্ত্বাধানে এসময় অতিথিরা পিঠা স্টল পরিদর্শন করে প্রতিষ্ঠানের এবং পিঠা উৎসবের ভুয়সী প্রসংশা করে শিক্ষার মান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এছাড়া ও অতিথি ও অভিভাবকরা উক্ত আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। স্টল গুলোতে ছিলো ডিম, নারিকেল, সবজি, সুজি, পান্তুুয়া পিঠাসহ হারিয়ে যাওয়া বাহারী নানান রকমের আঞ্চলিক পিঠা।
ছাত্র ছাত্রীরা অতিথিদের মাঝে বিভিন্ন ধরনের পিঠা উপহার দেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সর্বোচ্চ পিঠা নিয়ে স্টল দাতা ছাত্র ছাত্রী ও অংশগ্রহণ কারীদের ১ম, ২য় ও ৩য় ঘোষণা করে পুরস্কিত করেন।
বাখ//আর