০২:৩১ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুরে ১০০ জন গ্রেফতার

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুর জেলায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় ৭৯ জন এবং জেলা পুলিশের অভিযানে ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলামও রয়েছেন, যাকে শ্রীপুর উপজেলার মাটির মসজিদ এলাকা থেকে আটক করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) চৌধুরী যাবের সাদেক আজ সোমবার সকালে জানান, রাতভর অভিযানে গাজীপুর জেলা পুলিশ ২১ জনকে আটক করে। তাঁদের সবাই বিগত আওয়ামী লীগ সরকারের লোকজন।
গাজীপুর মহানগর পুলিশের বিশেষ শাখার উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, গতকাল দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর ৮টি থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৭৯ জনকে আটক করেছে।
উল্লেখ্য, ‘অপারেশন ডেভিল হান্ট’ সন্ত্রাসবিরোধী একটি বিশেষ অভিযান, যা সারা দেশে পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। এই অভিযানের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রচেষ্টা চলছে।
বাখ//এস