০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে গ্রেফতার ৬

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- দোয়ারাবাজার উপজেলার বরকতনগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম। দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য তিনি। তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা জলিল মিয়া। তিনি বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। দিরাই উপজেলার দৌজ গ্রামের বাসিন্দা কাওছার আহমেদ।

দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তিনি। ছাতক উপজেলার সেওতাপাড়া গ্রামের বাসিন্দা জামাল আহমেদ। তিনি ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। শাল্লা উপজেলার কান্দিগাও গ্রামের বাসিন্দা সাত্তার মিয়া। তিনি ৪ নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একই উপজেলার ডুমরা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ চৌধুরী নান্টু। তিনি ৩ নং বাহড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জেলা পুলিশের মিডিয়া সেল তথ্য নিশ্চিত করেছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান জানিয়েছেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
৮২ জন দেখেছেন

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে গ্রেফতার ৬

আপডেট : ০৩:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- দোয়ারাবাজার উপজেলার বরকতনগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম। দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য তিনি। তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা জলিল মিয়া। তিনি বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। দিরাই উপজেলার দৌজ গ্রামের বাসিন্দা কাওছার আহমেদ।

দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তিনি। ছাতক উপজেলার সেওতাপাড়া গ্রামের বাসিন্দা জামাল আহমেদ। তিনি ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। শাল্লা উপজেলার কান্দিগাও গ্রামের বাসিন্দা সাত্তার মিয়া। তিনি ৪ নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একই উপজেলার ডুমরা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ চৌধুরী নান্টু। তিনি ৩ নং বাহড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জেলা পুলিশের মিডিয়া সেল তথ্য নিশ্চিত করেছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান জানিয়েছেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাখ//আর