ঝিকরগাছায় গাজর চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত

যশোরাঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের বাস্তবায়িত প্রদর্শনী’র উদ্যোগে গাজর চাষিদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। (১০ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে উপজেলার দোস্তপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ সবজি (টোকিও জাতের গাজর) উৎপাদন মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সমরেন বিশ্বাস।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি প্রকৌশলী মোঃ সুজাউল হক, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার জাহিদুল ইসলাম, মফিজুর রহমান, আফসানা হক, হাফেজ হাসানুজ্জামান, কৃষক ইমান আলী, খলিলুর রহমান।
গাজর মাঠ দিবসে ১২০জন কৃষক/কৃষাণী অংশ গ্রহণ করেন। দোস্তপুর গ্রামে ৮০বিঘা জমিতে গাজর চাষ করেছেন চাষিরা। কৃষকদের উৎপাদিত প্রাায় ৮ হাজার মন গাজর গ্রামের ৫জন কৃষকের নিজস্ব অর্থায়নে নির্মিত ৫টি ম্যাশিনের মাধ্যমে দিনভর ২৫টাকা মন প্রতি পরিস্কার করে বাজারজাত করা হয় বলে জানাগেছে। কৃষকদের উৎপাদিত গাজর রাজধানী ঢাকাসহ যশোর, ঝিনাইদা, খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে বলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
বাখ//আর