মাগুরার শালিখার শতখালীতে জমকালো আয়োজনে বাউল সংগীত অনুষ্ঠিত

মাগুরা শালিখা উপজেলার শতখালীতে জমকালো আয়োজনের বাউল সঙ্গিত অনুষ্ঠান গতকাল রাত ৯টায় অনুষ্ঠিত হয়। চলে রাতভর। শতখালী ধোপাখালি পাড়া খোকন পাগলার বাড়িতে এ অনুষ্ঠান ৪০ বছর যাবত পালিত হয়ে আসছে।যার নেতৃত্ব দেন তিনি নিজেই। তার অনুসারী ভক্ত বৃন্দ যশোর, মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা,সাতক্ষীরা সহ সারা দেশ থেকে এসে হাজির হয়।
ভক্তবৃন্দের পরিবেশিত বাউল সংগীত উৎসুক জনতা রাতভর শ্রবণ করেন। অনুষ্ঠানের শিল্পী হিসেবে গান পরিবেশন করেন খোকন পাগলা, আরব আলী, বাবু বাসুদেব বিশ্বাস, হারুন, সুমাইয়া, কুকিলা সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাউল শিল্পি মোঃ খোকন পাগলা।প্রতি বছরের ন্যায় এবারও ভক্তদের সহযোগিতায় খুব সুন্দর ভাবে অতিবাহিত করতে পেরেছেন বলে আশা ব্যক্ত করেন।তিনি আরো বলেন আল্লাহর অশেষ মেহেরবানীতে ও ভক্ত বৃন্দের আশীর্বাদে পরিবারের লোকজন নিয়ে অনেক ভালো আছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা বিএনপি’র সদস্য টুটুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেব বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ আতিয়ার মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, লালন সংস্কৃতির সদস্য, আনোয়ার, মিজানুর, বাবলু, শাহীন, ইলিয়াস।
বাখ//আর